সিলেট অফিস :
হবিগঞ্জের অলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প।
দীর্ঘদিন ধরে শিল্পকারখানা মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে অবশেষে বাস্তবে রূপ নিলো এই দুটি পুলিশ ক্যাম্প।
এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যানজট সমস্যা ও শ্রমিকদের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই প্রয়োজনীয়তা বিবেচনায় সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের উদ্যোগে একই ছাদের নিচে দৃষ্টিনন্দন এ পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়।
শনিবার সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন-উর-রশিদ হাজারী। এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মীর মোদ্দাছ্ছের হোসেন, হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ স্থানীয় শিল্পকারখানার কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।
গণঅভ্যুথানের শহীদদের কবর জিয়ারত করলেন সিলেটের নবাগত ডিসি
আরও পড়ুন
কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না
বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল, সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আব্দুল হাফিজ
কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত