ভারতীয় জাতীয় দলের খ্যাতিমান ক্রিকেটার ছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার কোচিংয়ে নাম লিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-২০’র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।
প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে এই খবর দিয়েছে, ‘কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।’
এসএ টি-২০ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। প্রিটোরিয়া জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন সৌরভ। এর আগে প্রিটোরিয়ার হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট।
সৌরভ গাঙ্গুলী পূর্বে কোন দলকে কোচিং না করালেও আইপিএলে দুই মেয়াদে দুই মৌসুম টিম ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
অনেক প্রোগ্রাম চূড়ান্ত করার পরও বাদ দেওয়া হতো: ন্যান্সি
ব্যাপক হট্টগোলোর মাঝে আদালতে অসুস্থ তৌহিদ আফ্রিদি, পাঁচ দিনের রিমান্ড
ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: ড. মঈন খান