August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 7:39 pm

বেরোবির হলে অস্বাস্থ্যকর পানি শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবি প্রতিনিধি

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে পরিবেশিত হচ্ছে অস্বাস্থ্যকর ট্যাবের ময়লা যুক্ত পানি। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আবাসিক হলের শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন এছাড়াও ডাইনিংয়ে অনাবাসিক শিক্ষার্থীরাও খাবার খায়। কিন্তু সেখানে দেওয়া হয়েছে মাত্র দুই লিটারের ফিল্টার। যার ফলে ফিল্টারের পানি ব্যবহার না করে সরাসরি ট্যাবের পানি খাওয়ানো হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আবাসিক হলের শিক্ষার্থীরা।

সম্প্রতি ছেলেদের দুইটি হলে ৬ টি করে মোট ১২ টি ফিল্টার দেওয়া হয়। সেখানে পানি ধারণ ক্ষমতা মাত্র দুই লিটার। আবার অনেক গুলো ফিল্টার নষ্ট। এতে ভোগান্তিতে পড়েছে আবাসিক হলে শিক্ষার্থীরা। সে জন্য অনেকেই ট্যাবের পানি পান করে।

আবাসিক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, হলে এত এত শিক্ষার্থী ডাইনিংয়ে খায় সেখানে ফিল্টার ২ লিটারের। সেজন্য ফিল্টার আর ব্যবহার হয় না। দেওয়া হয় ট্যাবের পানি। আর পানিতে ময়লা থাকে বালি থাকে। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। হলের পানি নিরাপদ নাই।এটি খুবই দুঃখজনক।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, হলের ডাইনিংয়ে খাবারে মানের পাশাপাশি নিরাপদ খাবার পানিরও সংকট।  হলের ডাইনিং এ খাওয়া দাওয়া করে প্রায় ৩০০ জন শিক্ষার্থী সেক্ষেত্রে ফিল্টার লাগানো হয়েছে ২ লিটার ক্যাপাসিটি’র তবুও ফিল্টারের পানি না দিয়ে দেয়া হয় ট্যাপের ময়লা বালি পাথর যুক্ত পানি। অর্থাৎ ফিল্টার গুলো শত প্রত্যাশার পর স্থাপন করলেও এখন তার সুফল দেখছি না।

আমি ৬ তলায় থাকি ওখানে ফিল্টার দিছে যা থেকে পানিই বের হয়না। অনিরাপদ পানির ঝুঁকিতে বসবাস করছি আমরা।

এ ব্যাপারে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, আমি এখন হলের কোনো দায়িত্বে নেই।