টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মারুফ ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আজমান আলী।
রোববার বিকেলে কলেজ হলরুমে সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কলেজ ছাত্রদল সদস্যদের ভোটে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।
জেলা ছাত্র দলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এবং সদস্য সচিব আব্দুল বাতেন এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।
এতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনাইদ হোসেন জয়, সহ-সভাপতি শাহিনুর রহমান সোহান, ইয়ামিন হৃদয়, সিফাত আহমেদ, জিহাদ আহমেদ, শাওন, মো. আমিনুর মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সরকার, সুজন সিকদার, সীমান্ত দাস, সাইমন হোসেন ও সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক সোনালী আক্তার মায়া, শাওন সিকদার জনি, দপ্তর সম্পাদক রেদওয়ান ইসলাম রোহান, প্রচার সম্পাদক তানজিদ দেওয়ান, সহ-প্রচার সম্পাদক ফয়সাল, সদস্য জাকির সিকদার, মো. জিহাদ মিয়া, সিফাত রহমান, সাকিন মিয়া, মিরাজ আহমেদ, মামুন মিয়া, ইমন খান, জিহাদ ভুইয়া, তানজিল, সায়মন হোসেন, রোহান মিয়া, মিতু দাস।
নতুন এই কমিটিকে সাধুবাদ জানিয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠন।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল
আরও পড়ুন
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
রংপুরে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম