জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ সিলেট ও ময়মনসিংহ এর উদ্বোধন করা হয় সোমবার রাতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট মোস্তাক আহমদ মম, তাওহীদ ইসলাম চেস্ একাডেমীর পরিচালক তাওহীদ ইসলাম।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) এর খেলা সোমবার রাত ৮টা থেকে শুরু হয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হতে আগত ২৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ ইভেন্ট হতে শীর্ষস্থান প্রাপ্ত ৪ জন খেলোয়াড় জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
রংপুরে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম