জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ সিলেট ও ময়মনসিংহ এর উদ্বোধন করা হয় সোমবার রাতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট মোস্তাক আহমদ মম, তাওহীদ ইসলাম চেস্ একাডেমীর পরিচালক তাওহীদ ইসলাম।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) এর খেলা সোমবার রাত ৮টা থেকে শুরু হয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় হতে আগত ২৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ ইভেন্ট হতে শীর্ষস্থান প্রাপ্ত ৪ জন খেলোয়াড় জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান