রংপুর ব্যুরো:
উৎসবমুখর পরিবেশে রংপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ও জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, রংপুর শাখা, হাজীপাড়া শাখা, এবং তানজিমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা রংপুর শাখার দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চারটি অধিবেশনে অনুষ্ঠিত এ আয়োজনে বিশিষ্ট আলেমেদ্বীন, রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ,সমাজসেবক, বিশিষ্ট আইনজীবীসহ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোমবার রংপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এ টি এম আজম খান।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনকারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস) আবুল কালাম আজাদ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, বগুড়া শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শাহ আলম প্রমুখ।দিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন।শিক্ষার্থীদের সবক প্রদান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধাপ সাতগাড়া মডেল কামিল মাদরাসার মুফাসসির মাওলানা আব্দুল আহাদ।এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেকুরা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন মেজবা, ফাউন্ডেশনের ডিরেক্টর নুরুল আবছাদ ভূঁইয়া, রংপুর আইনজীবী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, এপিপি অ্যাডভোকেট তারেকুজ্জামান প্রমুখ।উভয় অধিবেশনে সভাপতির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ আল আমিন।এর আগে রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় হাজীপাড়া শাখা ও গার্লস হিফজ মাদরাসা রংপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যাপক গোলাম রাব্বানী এবং দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খান।
দ্বিতীয় অধিবেশনে, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মমতাজ উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাকুরিয়া শরীফ ডিগ্রী মহাবিদ্যালয় এর অর্থনীতি বিভাগের অধ্যাপক রায়হান সিরাজী প্রমুখ।দিনের উভয় সেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।
দুই দিনের এই আয়োজনে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাটিকা, তানযীম সংগীত, উপস্থাপনা,শিক্ষার্থীদের বহুভাষিক বক্তব্য পরিবেশন এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের বিভিন্ন সেশনে শুভেচ্ছা বক্তব্য ও বিশেষ ঘোষণা দেন রংপুর শাখার কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, হাজীপাড়া শাখা প্রধান মাওলানা রিয়াজুল ইসলাম, গার্লস হিফয মাদ্রাসা শাখার কো-অর্ডিনেটর মাওলানা ময়নুল ইসলাম।দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন রংপুর জোনের কো-অর্ডিনেটর আল আমিন হাসান, রংপুর জোনাল প্রশিক্ষক শামসুল আলম এবং রংপুর শাখার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান।অনুষ্ঠানে মেধাতালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ বিভিন্ন ইভেন্টের উপর এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম
টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান