August 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 27th, 2025, 2:21 pm

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার, ময়নাল। বুধবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদলের একটি সদস্য প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে।

পরে তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

সোহাগের তথ্যের ভিত্তেতে এ ঘটনার মূলহোতা মিন্টুকে গতকাল মঙ্গলবার নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।

মূলহোতা মিন্টুর তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো।

 

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।