August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 5:11 pm

অংসুক রায়ের ‘কেন এমন হলো’

 

সম্পর্ক মানেই দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া। কেন কী কারণে মন এলোমেলো হয়, সেই অযাচিত উত্তর আর মেলে না। এই সংশয়ের সুখ নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের রংপুরের প্রতিযোগী অংসুক রায় গেয়েছেন ‘কেন এমন হলো’ শিরোনামের গান।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৗলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অংসুক বলেন, ‘আমার বাবার (সুনীল চন্দ্র রায়, ভাওয়াইয়া কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার -বাংলাদেশ বেতার রংপুর) কাছেই সংগীতে হাতেখড়ি। মায়ের গানের প্রতি ভালোবাসা সেই সঙ্গে দাদার অনুপ্রেরণায় এগিয়ে চলা। আর যেহেতু সংগীত বিষয়ে পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সংগীত নিয়ে পুরো জীবন থাকতে চাই ।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

এনএনবাংলা/