আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। শিক্ষা মেধা ও মনন বিকাশ আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগষ্ঠ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নাসিরনগর জোনের সমন্বয়ক সৈয়দ আবু সায়িদ শাফিনের সভাপতিত্বে রিয়াজুর রাশিদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভীর আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার রায় ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, শিক্ষক লিটন দেবনাথ,শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সমন্বয়ক মোহাম্মদ আবদুল কুদ্দুস,সমন্বয়ক ফিরোজ আহমেদ, মাজহারুল হক পাঠান রাব্বি,মোহাম্মদ আলী, অভিভাবক তৌহিদ উদ্দিন খান,কৃতি শিক্ষার্থী,
সামিহা রাইমা ও হাফছা আক্তার। অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায়-২০২৪ সালে সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা,সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকতার হোসেন ভূইয়া
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
আরও পড়ুন
আওয়ামী লীগের ঘাঁটিতে বিরোধীদের ঝড়
সোনাইমুড়ীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা