September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 31st, 2025, 7:05 pm

কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বই উপহার দেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মো. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মো. আনিসুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের জামায়াতের আমীর-সেক্রেটারী, উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

এসময় খায়রুল হাসান বলেন বর্তমান পরিস্থিতিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ,গাজীপুর