January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 9:21 pm

রাজধানীতে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ তরুণীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট থানার ধানমন্ডি এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে। ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে ওই তরুণী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মারা যান তিনি। মৃত ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মো. ইদ্রিসের মেয়ে। তার বাবা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কর্মচারী। সেই সূত্রে তারা স্কুলের কোয়ার্টারেই থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঈশিতার চাচা মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে পড়ালেখার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করে তার (ঈশিতা) ছোট ভাই শাকিলকে মারধর করলে অভিমানে হয়তো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেও জানান তিনি। পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মারজান মেহজাবিন নামে সিমির এক বান্ধবী জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানা নেই।