বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ভেটেরিনারি ও এনিমেল হাজব্যান্ড্রি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের একাডেমি ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বক্তারা বলেন,শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেখানে হামলা করে তাদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এসময় হামলার বিচার না হলে এবং বাকৃবি শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধন বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন মৃধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম জামিন, রুশমিলা জাহান রুপা, দ্বিতীয় বর্ষের শাহরিয়ার ইসলাম রাফি, অর্জুন দাশ এবং মুজাহিদুল ইসলাম তন্ময় প্রমুখ। মানববন্ধনে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
ঢাকা কলেজ ছাত্রাবাসে মরা মুরগির মাংস ও পঁচা মাছ জব্দ
ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বাকৃবির অস্থিতিশীল পরিস্থিতি: প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগসহ ছয় দফা দাবি বাকৃবি শিক্ষার্থীর