September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 2nd, 2025, 5:30 pm

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন আটক ও ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে র‍্যাব এর অভিযানে নিষিদ্ধ পলিথিন আটক করা হয়। এরপর র‍্যাব এর তথ্য মোতাবেক জেলা প্রশাসনের সহায়তায় টাঙ্গাইল পার্ক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ২,৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুমান ২০.০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন পৌরসভাস্থ পার্ক বাজারে একটি পিকআপ ভর্তি পলিথিনের গাড়ি বাজারজাত করণের সময় হাতেনাতে আটক করে।

এসময় আদালত পলিথিন ব্যবসায়ী মোন্নাফ মন্ডলকে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদ করার অপরাধে নগদ ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

সে টাঙ্গাইল সদর উপজেলার বিতুলিয়াপাড়া গ্রামের মৃত হালিম মন্ডলের ছেলে।

র‍্যাব জানায়, ভ্রাম্যমাণ আদালতে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ এবং পরিবেশ অধিদপ্তর মিলে এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় থেকে শেষ সময় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তায় অংশ নেয় র‍্যাব।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের জিম্মায় প্রদান করা হয়েছে।