ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের ডাইনিং থেকে মরা মুরগি ও পঁচা মাছ রান্নার প্রস্তুতিকালে ম্যানেজার এবং রাঁধুনিকে হাতেনাতে ধরেছেন আবাসিক শিক্ষার্থীরা। পরে জব্দ করা মরা মুরগির মাংস ও মাছসহ তাদের নিউমার্কেট থানায় দেওয়া হয়।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসে এ ঘটনাটি ঘটে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, গত এক সপ্তাহ ধরে আমাদের মরা মুরগির মাংস খাওয়াচ্ছে। খাওয়ার সময় মাংস থেকে দুর্গন্ধ আসতো। বিষয়টি তাকে বললে আমলে নিতেন না। বরং তিনি মরা মুরগির মাংস ও ভালো মাংস মিশিয়ে রান্না করতেন, যাতে কেউ বুঝতে না পারে। এই আলামত পাওয়া আমরা কয়েকদিন পর্যবেক্ষণ করে মঙ্গলবার বিকালে মৃত মুরগির মাংস ও পঁচা মাছসহ তাদের ধরা হয়। এই ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
ডাইনিং ম্যানেজার সেলিম বলেন, আমার ভুল হয়েছে। এরকম ভুল আর কখনো হবে না।
এ বিষয়ে দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, ডাইনিং ম্যানেজারে বিরুদ্ধে শিক্ষার্থীরা কয়েকবার অভিযোগ দিয়েছে। আমি তাদের ম্যানেজারকে কয়েকদিন অবজার্ভ করতে বলেছিলাম। বিকেলে শিক্ষার্থীরা তাকে মরা মুরগির মাংস ও পঁচা মাছসহ ধরেছে। বিষয়টি জানার পর পুলিশকে জানিয়েছি। থানায় মাছ ও মাংস পরীক্ষা করে ভোক্তা অধিকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
আজও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫
যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ