September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 2:38 pm

সিলেটের বিয়ানীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কমর কন্যা পপি’র বিশাল শোডাউন

এস এ শফি, সিলেট :

যুক্তরাজ্য বিএনপির প্রয়াত সাবেক সভাপতি আলহাজ্ব কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি সিলেট -৬ (বিয়ানীবাজার-গোলাপ গঞ্জ) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। কয়েকমাস থেকে তিনি এই নির্বাচনী আসনের প্রত্যন্ত এলাকা ঘুরছেন, গণসংযোগ অব্যাহত রেখেছেন।

আসন্ন নির্বাচনে তার অবস্থান জানান দিতে বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে ব্যাপক শোডাউন করেন তিনি। স্থানীয় বিএনপির একটি বলয়ের বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউনে উপস্থিত ছিলেন।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবিনা খান পপির উদ্যোগে বিয়ানীবাজার পৌরশহরে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

সেখান প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সাবিনা খান পপি বলেন, বহির্বিশ্বে বিএনপিকে সংগঠিত করতে তার পিতা কমর উদ্দিন কাজ করেছেন। আর এখন গণতন্ত্র প্রতিষ্টায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি পরিশ্রম করছেন। তিনি বলেন, দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য আগামী ফেব্রæয়ারীর নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। অথচ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ গুষ্ঠি চক্রান্ত করছে। বিএনপি নেতাকর্মীরা এই সকল চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

 

সিলেটজেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ-সভাপতি ফারুক রেদওয়ান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, বিএনপিনেতা আক্তার হোসেন অনিক, সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল, জাসাস নেতা শাহ আকবর স্বপন, যুবদল নেতা দিলাল আহমদ প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে নজমুল হোসেন পুতুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাই এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিন। দলীয় প্রার্থীকে বিজয়ী করে আমরা দেশের মানুষকে শান্তির বার্তা দিতে চাই।