September 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 5:09 pm

নীলফামারীর আ. লীগের সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

 

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকাসহ জলঢাকা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি গ্রেপ্তার হলেন।

জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদ্দাম হোসেনকে শোন-অ্যারেস্ট করার প্রক্রিয়া চলছে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জলঢাকা বাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ করা হয়, সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা ও এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়।

হামলায় মামলার বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। আদালত জলঢাকা থানাকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

এনএনবাংলা/