রংপুর ব্যুরো:
টেবিল টেনিস সংস্থা রংপুরের আয়োজনে ১ম মরহুম রেজাউল হক বাটুল স্মৃতি আন্তঃ রংপুর টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর টেবিল টেনিস সংস্থা কার্যালয় হলরুমে আন্তঃ রংপুর টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ও রংপুর টেবিল টেনিস সংস্থার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে মরহুম রেজাউল হক বাটুল সহ টেবিল টেনিস সংস্থার সাথে যুক্ত প্রয়াত খেলোয়ারদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আকারে কথা বলেন, রংপুর টেবিল টেনিস সংস্থার সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল, পরে টেবিল টেনিসের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ ফরহাদ আহমেদ, টেবিল টেনিস সংস্থার সদস্য রঞ্জন রায়, সমাজ সেবক মোঃ রেজওয়ান সহ অন্যান্য অতিথিবৃন্দ ও খেলোয়ারবৃন্দ।
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন
আগামী একমাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে: জয়পুরহাটে বাণিজ্য উপ।দেষ্টা শেখ বশিরউদ্দীন
রংপুর অঞ্চলে আমনের বাম্পার ফলনের আশাবাদী কৃষক