ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করে ভেঙ্গে ছোট ছোট দেশ করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুন্টার ফেলিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের মানচিত্র ভেঙে একাধিক দেশের চিত্রও প্রকাশ করেন।
মানচিত্রে উত্তর ভারতকে সম্পূর্ণ ‘খালিস্তান’ হিসেবে দেখান ফেলিঙ্গার। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব অঞ্চল, কেরালা ও তামিলনাড়ুকে আলাদা সত্তা হিসেবে চিহ্নিত করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে ভারতের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগে অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গারের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে একটি পোস্ট করেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করেন এবং খালিস্তানিদের স্বাধীনতার পক্ষে প্রকাশ্য আহ্বান জানান। তার পোস্টে লেখা ছিল, ‘ভারতকে ভেঙে ফেলার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদি রাশিয়ার কাছের মানুষ। খালিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধু প্রয়োজন।’
গুন্টার ফেলিঙ্গার অস্ট্রিয়ার সেই কমিটির সভাপতি, যেটি ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদের জন্য লড়াই করছে। অর্থাৎ, তিনি ইউরোপীয় নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে সক্রিয় হলেও সরাসরি কোনো সরকারি দায়িত্বে নেই। এ কারণে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, অস্ট্রিয়া সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না, কারণ তাঁকে সরকারি পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে না। তবে তাঁর মন্তব্য ভারতের সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে ।
এনএনবাংলা/
আরও পড়ুন
এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ
হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র