যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির বিষয় নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘গভীর আলোচনা’ চলছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েল- এর।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাাদিকদের এমন তথ্য জানান। ট্রাম্প বলেন, ‘হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। খারাপ হবে বলে, আমার মনে হয়।’
হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে। খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’
ট্রাম্প ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘মানুষ সেটা ভুলে যায়… কিন্তু সমীকরণে সেটি খুব জোরালোভাবে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘তেল আবিবে চলমান বিক্ষোভ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য কঠিন করে তুলছে।’
গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
হামলার আগে গাজার অধিবাসীদের শহর ছাড়তে বললো ইসরায়েল
মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫
রোববার থেকে গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা