যশোরের বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ভারত থেকে আসা কাঁচামরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক গুরজীত সালুজা ও তার সহকারী রাম দাস নাওয়াদি। তাদের বাড়ি ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় এলাকায়।
বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাঁচা মরিচবাহী ভারতীয় ট্রাক তল্লালি করে চালকের কেবিন থেকে একটি পিস্তল ও ৯০ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ট্রাকচালক গুরজীত সালুজা দাবি করেন, এটি এয়ার পিস্তল। আত্মরক্ষার জন্য তারা ট্রাকে এটি বহন করছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে নৌকাসহ ৪ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা
নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা