খুলনা ব্যুরো:
পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক রোববার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬