গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
“বসতবাড়িতে সবজি চাষ-পুষ্টি যোগাবে বারো মাস” এ প্রতিপাদ্যকে ধারণ করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে প্রাকৃতিক পদ্ধতিতে বসতবাড়িতে সবজি চাষ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার শুরু হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচি-দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় কোলকোন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের জিএএসএন প্রকল্পের কো-লিড, মোঃ সোহেল রানা এবং নিউট্রিশন ফোকাল মোঃ শামসুদ্দিন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিয়নের ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় রয়েছেন দি হাঙ্গার প্রজেক্ট এর কোলকোন্দ-বড়বিল ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিন, নোহালী-আলবিদিতর ইউনিয়ন সমন্বয়কারী চন্দ্র শেখর, লক্ষীটারী-গঙ্গাচড়া ইউনিয়ন সমন্বয়কারী আলবেদা আক্তার, গজঘণ্টা-মর্নেয়া ইউনিয়ন সমন্বয়কারী শাহ আলম ও বেতগাড়ী ইউনিয়ন সমন্বয়কারী রাম চন্দ্র কর্মকার। এছাড়া ইউনিয়নের সকল পুষ্টি উজ্জীবক আঞ্জুমানারা বেগম, শরিফুন্নাহার ও বিজলী বেগম অংশ নেয়। একইভাবে উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা
কালকিনিতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা!
রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে মৃত্যু বেড়ে ৬