ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।
তিনি বলেন, স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোট শুরুর অনেক আগ থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। তাদের মধ্যে উৎসাহের কোনো অভাব দেখা যাচ্ছে না।
রিটার্নিং অফিসার আরও বলেন, ভোট শুরুর আগে খালি ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টদের দেখানো হয়েছে। বেলা সাড়ে দশটা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।
আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বাইরের পরিবেশ সম্পর্কে আমরা জানি। এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ এমনটি করছে না।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক