ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন (ইশা) সমর্থিত প্যানেলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন-মারজান-আলাউদ্দিন পরিষদের জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান।
এই ঘটনাকে ‘ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
মঙ্গলবার সকালে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় তালিকা জমা ও ছবিযুক্ত কার্ড পাওয়ার পরও বৈধ এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বরং নির্দিষ্ট সংগঠনের প্রভাবেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এজেন্টদের বের করে দিচ্ছেন।
খায়রুল আহসান মারজান অভিযোগ করে বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টার আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের পাঁচজন এজেন্টকে ঢোকার সুযোগ দেওয়া হলেও, বৈধ কার্ড থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র আন্দোলনের (ইশা) একজন এজেন্টকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। বারবার জিজ্ঞেস করার পরও নির্বাচন পরিচালনায় দায়িত্বরতরা কোনো সদুত্তর দিচ্ছেন না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীরা মেনে নেবে না। আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম, কমিশনে থাকা সাদা দলের কিছু ব্যক্তি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করছে। আজকের ঘটনার মধ্য দিয়েই তা প্রমাণিত হলো। যদি আমাদের এজেন্টদের প্রবেশাধিকার না দেওয়া হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত না করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান-মিছিল
ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা
ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা কমাতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ