September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 8:07 pm

কুলাউড়ায় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে। পূজার সময়কালীন প্রত্যেক মন্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনো গুজব বা অপপ্রচার ছড়ালে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও জানান, পূজাম-পের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বিত টহল থাকবে। এবারের দুর্গোৎসবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এ উৎসবকে ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

পুলিশ সুপার আরো বলেন, যেভাবে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে, ঠিক তেমনি আগামী জাতীয় নির্বাচনও জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। এসময় তিনি ভক্ত ও দর্শনার্থীদের প্রতি শালীন আচরণ ও সহযোগিতার আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান চন্দ দে, সদস্য সচিব গৌরাঙ্গ দে, সদস্য শিউলি বৈদ্য, প্রদীপ কান্ত দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুলাই যোদ্ধা নাহিদুর রহমান ও রায়হান আহমদ, এনসিপি নেতা লিংকন তালুকদার ও আব্দুস সামাদ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ২১৫ পূজামন্ডপের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মন্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।