September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 8:15 pm

অনুমোদনের অপেক্ষায় সিসিকের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প

সিলেট অফিস :

সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা এখনও অনুমোদন পায়নি। অনুমোদন না মিলায় প্রকল্পটি ঝুলে রয়েছে, ফলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান আপাতত বিলম্বিত হচ্ছে।

সিসিক জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞ দল নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সমীক্ষা করেছে। প্রথমে ৩ হাজার ১২৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও, মন্ত্রণালয় তা পর্যালোচনার জন্য ফেরত পাঠায়। পরে আরও সংযোজন করে প্রকল্পের পরিমাণ বেড়ে  হয় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

এসময় প্রকল্পের প্রস্তাবনায় রয়েছে নগরের ৯টি প্রধান ছড়া ও কিছু উপ-ছড়া প্রশস্তকরণ, নিচু এলাকায় পানি সংরক্ষণাগার নির্মাণ, সুরমা নদীর দুই তীরে বেড়িবাঁধ ও পানি প্রতিরক্ষা দেয়াল, ছড়া ও খালের সম্মুখে স্লুইসগেট স্থাপন, পাশাপাশি পানি অপসারণের জন্য পাম্প ও রেগুলেটর বসানো।

সিলেট সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সম্প্রতি বদলি হয়ে ঢাকা  দক্ষিণ সিটি করপোরেনে যোগদান করেছেন।

যোগদানের আগে প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বন্যা ও জলাবদ্ধতা থেকে সিলেট নগরকে রক্ষা করতে বিশেষজ্ঞ দলের মতামত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মেললেই কাজ শুরু হবে।