টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে অটো রিক্সা এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় মধুপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে ৬টি ব্যাটারি চালিত অটো রিক্সা এবং ২২ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং ৫৭ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের মাঝে মশারী, ছাতা ও ফলদ চারা বিতরণ
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা