রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ কমিউনিটি ক্লিনিকের সিজি’র সদস্যদের জন্য ওরিয়েন্টেশন’’গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা-পুষ্টি মোছা: সুরাইয়া আকতার ,ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ‘সুজয় সাহা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাহীদুল ইসলাম।প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কারিগরি কর্মকর্তা -কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার, লাইভলীহুড মো: আসাদুজ্জামান, ইউপ সদস্য মো: তোবারক আলী ও মো: আব্দুল মান্নান,স্বাস্থ্য পরিদশক মো: শাহাজালাল মিয়া, শাখা ব্যবস্থাপক মো: ফারুক হোসেন, মীরবাগ শাখা এবং শাখা ব্যবস্থাপক মো: আসলাম, বেনজির লায়লা প্রমুখ।
কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের গ্রামীন হত দরিদ্র সুবিধা বঞ্চিতসহ সকলের জন্য মানসন্মত টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনগরে দোড়গড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সিজি’র ভ’মিক কী তা তাদেরকে বিস্তারিতভাবে জানানো এবং সিসি পরিচালনার ক্ষেত্রে অধিকতর সক্রিয় করা। কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন করা। সিজি’র সভা নিয়মিত করণে সিজি’কে উদ্যোগী করা, সিজি’র দায়িত্ব কর্তব্য কী, সিসি থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে অতিদরিদ্র ও অতিনাজুক জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান করা। সিসি ভিত্তিক দরীয় কাজে সিসি’র চলমান সমস্যা সমাধানের জন্য এক বছরের কর্মপরিকল্পনা তৈরী করে এবং তা বাস্তবায়নের জন্য কমিউনিটি জনগন, ইউনিয়ন পরিষদ, জিও এনজিও সহ সম্বলিভাবে কাজ করার জন্য মতপ্রকাশ করেন।ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন ৩নং কুর্শা ইউনিয়নের চন্ডিপুর, বাহাগিলি, রামনাথ ও শিবু সিসি’র সিজি’র সভাপতি, সিএইচসিপি, জমিদাতা, ক্যাশিয়ার ও সাধারণ সদস্যসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের মাঝে মশারী, ছাতা ও ফলদ চারা বিতরণ
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা