গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি , বিশেষভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে ১১৫০ জন শিশুর প্রতিজনকে ১ টি করে মশারী, বর্ষাকালে বা গ্রীষ্মকালে বিদ্যালয়ে যাতায়াতের সময় রোদ ও বৃষ্টির হাত থেকে সুরক্ষা পাবার জন্য প্রতি শিশুকে ১ টি করে ছাতা এবং পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি শিশুকে ৩টি করে বিভিন্ন প্রকারের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মশারী, ছাতা ও গাছের চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উদ্বোধনের পর উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মর্ণেয়া উচ্চ বিদ্যালয়, মৌভাষা ফাজিল ডিগ্রী মাদ্রসা এবং রামদেব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মর্ণেয়া ইউনিয়নের প্রশাসক মাহমুদুর রহমান, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল এমরান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, মৌভাষা ফাজিল ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ, মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রামদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্ল্ড ভিশনের অফিসার ধনেম্বর রায়, এপোলো দাস, খ্রিষ্টিনা ক্রশ, ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, ইশী বাড়ই, মনিকা রায় ও জনী নকরেকসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবর্গ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ এবং উপকারভোগী উপস্থিত ছিলেন । বিতরণের সময় বক্তাগণ শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা পরিবেশ দূষণ, অপুষ্টি, মাদক, বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সবাইকে আহবান জানান এবং ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
চা বাগানের ১১ শিক্ষার্থীর পাশে দাড়ালো সিলেট মহানগর জামায়াত
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত