October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 6:39 pm

বলিউডের প্রভু দেবা-রাভিনার সঙ্গে আরিফিন শুভ

 

আরিফিন শুভ ‘জুবলি’ খ্যাত নির্মাতা সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করছেন। বিষয়টি এতদিন শুধু গুঞ্জনই ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হলো। অর্থাৎ তিনি এবার পা রাখলেন বলিউডে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন সিরিজের প্রথম ঝলক প্রকাশ করেছে। দুই মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে শুভকে বলিউড তারকা প্রভু দেবা ও রাভিনা ট্যান্ডনের সঙ্গে।

সত্তরের দশকের আবহে সাজানো সিরিজটিতে শুভকে দেখা গেছে একেবারে নতুন আঙ্গিকে। কখনো ধূসর স্লিম কাট স্যুটে গম্ভীর ভঙ্গিতে, কখনো ঝকঝকে সাদা স্যুটে নাচের তালে, আবার কখনো সাধারণ সাদা পাঞ্জাবিতে- প্রতিটি লুকেই যেন এক নতুন শুভর আবির্ভাব।

‘জ্যাজ সিটি’ সিরিজের দৃশ্যে প্রভু দেবা, রাভিনা ট্যান্ডন ও আরিফিন শুভ

 

প্রযোজনা সংস্থার তথ্যমতে, ‘জ্যাজ সিটি’-র কাহিনি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে। শুভর বিপরীতে রয়েছেন টলিউড অভিনেত্রী সৌরসেনি মিত্র। রেট্রো সেটে শুটিং করা হয়েছে পুরো সিরিজটির, যাতে দর্শক সত্যিই ফিরে যান সেই সময়ের আবহে- সেটাই ছিল নির্মাতাদের লক্ষ্য।

এই প্রথমবার কোনো বলিউড প্রজেক্টে অভিনয় করছেন আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখতে। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। সনি লিভের সংক্ষিপ্ত ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‌‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা।

এনএনবাংলা/