September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 7:24 pm

জাকসু নির্বাচনে নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিকেল সাড়ে ৬টায়ও শিক্ষার্থীদের দীর্ঘসারি দেখা গেছে। কেন্দ্রটির নির্বাচন কর্মকর্তারা বলছেন, যতক্ষণ শিক্ষার্থীরা আসবে, ততক্ষণ ভোট নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তফসিলের নিয়মানুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা। তবে কোনো শিক্ষার্থী ভোট দিতে লাইনে দাঁড়ালে তার ভোট না নেওয়া পর্যন্ত ভোটগ্রহণ শেষ না করার সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

কবি নজরুল হলের প্রাধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, যতক্ষণ ভোটার আসবে, ভোটগ্রহণ করা হবে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, দরকার হলে আমরা সবার শেষে ভোট জমা দেবো। নির্বাচন শিক্ষার্থীদের জন্য, তারা যতক্ষণ আসবে আমরা ভোট নিতে বাধ্য।

‘সংশপ্তক পর্ষদ’ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

এদিকে জাল ভোট ও ভোটারের অতিরিক্ত ব্যালট কেন্দ্রে পাঠানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ছাত্রদল প্যানেল ভোট বর্জন করে।

এনএনবাংলা/