September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 3:09 pm

কাতারে ইসরাইলের হামলা, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিন্দা

কাতারে ইসরাইলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব সদস্য। এবার গতানুগতিক ধারা ভেঙে এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, বিশ্বের বুক থেকে ফিলিস্তিনের নাম-নিশানা মুছে ফেলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

দোহায় হামাসের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ১৫ সদস্য রাষ্ট্রের প্রায় সব প্রতিনিধি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। এই হামলাকে ফিলিস্তিনে শান্তি স্থাপন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা।

এবারের বৈঠকে দৃষ্টি কেড়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রতিবার ইসরাইলের ঢাল হিসেবে দাঁড়ানো যুক্তরাষ্ট্র আগের অবস্থান থেকে সরে দোহায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রতিনিধি ডরোথি সিয়া বলেছেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলার মাধ্যমে ইসরাইল বা যুক্তরাষ্ট্র; কারো লক্ষ্যই বাস্তবায়ন করা যাবে না।

এদিকে, এসবের পরোয়া না করে কাতারকে সতর্ক করে নেতানিয়াহু বলেছেন, হামাসকে আশ্রয় দিলেই হামলা হবে। এমনকি ফিলিস্তিনকে বিশ্ব থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন। বলেছেন, এটি তার সরকারের অঙ্গীকার, যা পূরণ করা হবে। পশ্চিম তীরে আরও তিন হাজার চারশ অবৈধ বসতি স্থাপনের প্রকল্পে অনুমোদন দিয়েছেন তিনি।

 

 

এনএনবাংলা/