চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন— বাবা গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যাশিশু মুসকান। আহতরা হলেন— নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ও আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়।
এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এনএনবাংলা/
আরও পড়ুন
জাকসু নির্বাচনে ভোট গণনা বন্ধ
দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি