September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 4:38 pm

রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরব্যুরো:

রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়কপ্রণয়নে মাঠ পর্যায়ের সরকারি/বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সাথে তৃতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড.মুঃ সোহরাব আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (ঘঊগঅচ) গ্রহণ করেছে। তবে এই উদ্যোগকে সফল করতে ব্যক্তিগত সচেতনতা অপরিহার্য। পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ কেবল সরকারের দায়িত্ব নয়, বরং এক্ষেত্রে প্রত্যেক নাগরিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সেবা দিতে গিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে আরো টেকসই ও নিরাপদ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। নিয়ম মানার প্রবণতা কম থাকায় পরিবেশ দূষণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশ বেশি দূষিত হচ্ছে। এজন্য শিল্পাঞ্চলে দূষণরোধে নজরদারী বাড়াতে হবে। ইটভাটার ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এর কালো ধোঁয়া আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস করছে এবং বায়ু ও পানি দূষিত করছে। এজন্য পরিবেশ রক্ষায় রংপুর জেলাপ্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

সভায় অংশগ্রহণকারীগণ রংপুরে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠার মাধ্যমে পানি দূষণ পরীক্ষা, শ্যামাসুন্দরী খাল দখলমুক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ দেশ জাপানের অভিজ্ঞতা অনুসরণ, আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপন ও আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধকরণ, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধকরণ প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। সভায় রংপুর বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#