September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 5:23 pm

জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

ছবি: এএফপি

 

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ। লিটনের ৫৯ এবং তাওহিদ হৃদয়ের ৩৫ রানের ওপর ভর করে প্রথম ম্যাচে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হংকংকের বিরেুদ্ধে জয় তুলে নিলো টাইগাররা। এটি শুধু জয় নয়, একযুগ আগের হারের প্রতিশোধও।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে পারে হংকং। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করেন ইমন। তামিম করেন ১৮ বলে ১৪ রান। দলকে ৪৭ রানে রেখে তারা ফিরে গেলে দলের হাল ধরেন লিটন আর তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯৫ রান। জয় থেকে মাত্র ২ রান দুরে থাকতেই আউট হন লিটন। তবে জয়সূচক রান করে মাঠ থেকে আসেন তাওহিদ হৃদয়। জাকের আলী নেমে ১ বল খেললেও ০ রানে অপরাজিত থাকেন তিনি।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই হংকংকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশ দলের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

এনএনবাংলা/