January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 14th, 2021, 12:00 pm

ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

গত তিন বছর ধরে মোশাররফ ব্রেন টিউমারে ভুগছেন।

২০১৯ সালে প্রথম তার ব্রেন টিউমার ধরা পড়ে। ওই বছর মার্চ মাসে সিঙ্গাপুরে তার মস্তিষ্কে একটি অপারেশন হয়েছিল, কিন্তু এরপর থেকে তিনি কখনোই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

তার স্ত্রী ফারহানা চৈতি বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে মোশাররফের আবার ব্রেন টিউমার ধরা পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে বাঁহাতি স্পিনারের অবস্থা অবনতি হতে থাকে।’

মোশাররফের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই ক্রিকেটারের অবস্থা এখন সঙ্কটজনক এবং আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

–ইউএনবি