September 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 12th, 2025, 6:34 pm

জাকসু নির্বাচনে ভোট গণনা বন্ধ

 

ভোট গ্রহণের ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও দেয়া হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল।

আজ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ভোটগণনা বন্ধ রাখা হয়। এক ঘন্টা ধরে বন্ধ রাখা হয়েছে ভোট গণনা। জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম বলেন, যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব। রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করে।

এনএনবাংলা/