September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:30 pm

অনুষ্ঠানের স্ক্রিনে হঠাৎ শেখ মুজিব ও হাসিনার ছবি, বিব্রত উপদেষ্টা

রংপুর ব্যুরো ঃ

রংপুর বিভাগে দুই দিনের সফরে গিয়েছিলেন অন্তর্র্বতী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সফরকালে প্রধান অতিথি হিসেবে একটি কর্মশালায় অংশ নেন তিনি। তার উপস্থিতিতেই ওই কর্মশালায় এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। রোববার  দুপুরে রংপুর নগরীর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণিসম্পদ অধিদফতরের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।উপদেষ্টা ফরিদা বলেন, এটা আসলে অবমাননাকর। অন্তবর্তীকালীন সময়ে এতগুলো মানুষের রক্তের ওপর তাদের (শেখ মুজিব ও শেখ হাসিনা) ছবি কোনোমতেই গ্রহণযোগ্য নয়। ইতঃপূর্বেও এরকম ঘটনা ঘটছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ আছে। তার কিছু কিছু হয়ত প্রতিফলন ঘটছে এভাবে। তবে আমরা যখনই অবগত হই তখনই ব্যবস্থা গ্রহণ করি।উপদেষ্টা জানান, আমাকে প্রকল্প পরিচালক জানিয়েছেন যে এটা ভুলক্রমে ঘটেছে। তিনি এজন্য ক্ষমা চেয়েছেন। আমি তার ক্ষমাটাকে মিডিয়ার মাধ্যমে সবার কাছে উপস্থাপন করলাম। তারপরও ব্যাপারটা আমাকে আরও একটু ভালো করে জানতে হবে। তবে নিশ্চিত থাকেন অবশ্যই এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব।বিভাগীয় কর্মশালা শুরুর পর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানী। এতে দেখা যায় মনিটরের স্কিনের ওপরে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী। এ নিয়ে কর্মশালায় হৈচৈ শুরু হলেও তিনি প্রেজেনটেশন চালিয়ে যান।উল্লেখ্য: এর আগেও তথ্য মেলায় প্রাণী সম্পদের স্টলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নানান স্লোগান সম্বলিত লিফলেট পাওয়া গিয়েছিল।