কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে অনিল লিও কস্তাকে আহবায়ক ও অরুন প্রসাদ মজুমদার সদস্য সচিব এবং প্রদীপ মিত্র ভজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস.এন তরুন দে এর যৌথ স্বাক্ষরে গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরোও সাত জনকে যুগ্ম আহবায়ক হিসেবে পদায়ন করা হয়। অনিল লিও কস্তা কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের এবং প্রদীপ মিত্র ভজন কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার মুনসুরপুরের বাসিন্দা।
আহবায়ক অনিল লিও কস্তা বিগত সময়ে উপজেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক, তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি’র সহ-সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ লিঃ (কাককো) ভাইস চেয়ারম্যান।
সদস্য সচিব হিসেবে নির্বাচিত অরুন প্রসাদ মজুমদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কালিয়াকৈর উপজেলার সাবেক সহ সভাপতি এবং গাজীপুর জেলার সহ ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জুয়োলজিতে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন।
সিনিয়র যুগ্ম আহবায়ক প্রদীপ মিত্র ভজন কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দল ও পরে উপজেলা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি থানা ও গাজীপুর জেলা বিএনপি’র সদস্য নির্বাচিত হোন। বর্তমানে উপজেলা বিএনপি’র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৭৫ সালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও শ্রমিক কলেজ হতে উচ্চ সাধ্যমিক এবং নরসিংদী সরকারী কলেজ হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি উপজেলার পৌরসভার মুনসুরপুর এলাকার মৃত অশোক রঞ্জন মিত্র এর পূত্র এবং তিন কন্যা সন্তানের জনক।

আরও পড়ুন
শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটায় জরিমানা আদায়
মাদারগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে গণসমাবেশ