অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সম্প্রতি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। এদিকে ডিভোর্সের পর একটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। সবকিছু ঠিক থাকলে এটিই হবে তার প্রথম বলিউড সিনেমা। তবে সিনেমার ক্রু কারা থাকবেন এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন সামান্থা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।
এছাড়া একটি তেলেগু সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন ‘রাঙ্গাস্থালাম’খ্যাত এই অভিনেত্রী। নারী কেন্দ্রীক এই সিনেমার শুটিং আগামী নভেম্বর থেকে শুরু করবেন তিনি। বর্তমানে সামান্থার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত