November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 12:22 pm

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হবেন বলে প্রসিকিউশন জানিয়েছে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ চলে। তবে সেদিন সাক্ষ্য শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করে। আজকের কার্যক্রমে প্রথমে অবশিষ্ট সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপরই নেওয়া হবে নাহিদ ইসলামের সাক্ষ্য।

গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১৪ দিনে এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে শুধু ওইদিনই ছয়জন সাক্ষ্য দেন। ৮ সেপ্টেম্বর তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া ২ সেপ্টেম্বর ৩৬তম সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা শেষ হয়। তিনি জানান, গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনা ও কামালের নির্দেশেই গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আদালতে এসব ঘটনার বিবরণ তুলে ধরে শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে তথ্যসূত্র রয়েছে ২ হাজার ১৮ পৃষ্ঠায়, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ পৃষ্ঠায় এবং শহীদ তালিকার বিবরণ রয়েছে ২ হাজার ৭২৪ পৃষ্ঠায়। এ মামলায় সাক্ষী রাখা হয়েছে মোট ৮১ জনকে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের কাছে।

 

 

এনএনবাংলা/