September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 1:10 pm

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চে ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান নানা প্রেক্ষাপট তুলে ধরেন। এর মধ্যে ছিল ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত তিনটি নির্বাচন এবং জুলাই-আগস্টের গণহত্যা।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে পার্শ্ববর্তী দেশ ভারত। পাশাপাশি জাতীয় পার্টি, ১৪ দলের নেতা ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন, তাদের নামও উল্লেখ করেন তিনি।

গত ৩ আগস্ট থেকে শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। ইতোমধ্যে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ মোট ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষে আরও দুইজন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের চূড়ান্ত ধাপ।

 

এনএনবাংলা/