September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 1:20 pm

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আয়োজন হয়।

সভায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ দলের একটি প্রতিনিধি দল।

আলোচনায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপি নেতারা বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এ সময় জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর বিষয়েও কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে, বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনার সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার দিকগুলো নিয়েও আলোচনা হয়।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

 

এনএনবাংলা/