অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত নূরজাহান বেগম নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এবারের চিকিৎসা শেষে তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
মরহুমা খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি,প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর শ্রদ্ধা
খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু