September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 4:59 pm

শিল্পকলা একাডেমিতে নতুন মহাপরিচালক

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে (আজ দুপুরে) শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এর আগে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাবির নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা ও বিখ্যাত নির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ফেব্রুায়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

কয়েক মাস দায়িত্ব পালনের পর সৈয়দ জামিল পদ থেকে সরে যান। এরপর শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

এনএনবাংলা/