September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:48 pm

পীরগাছায় ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ: আটকা ১০ ট্রেন

রংপুর ব্যুরো:

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা রেল ষ্টেশনের উত্তর পাশে পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

স্টেশন সুত্রে জানা যায়, , দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সাথে ক্রসিং এর জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েট ভেঙে গিয়ে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার সময় যাত্রীরা আতংকিত হয়ে পড়ে এবং দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। পরে সেখানে উৎসুক জনতা ভীড় জমে যায় ।

স্থানীয় লোকজন ও স্টেশন সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্লীপার পরিবর্তন করা হয়নি। গত দুই দিনের বৃষ্টিতে স্লীপার নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বলেন, দুই নং লাইন থেকে পযেন্ট পরিবর্তন করে এক নং লাইনে ট্রেন ওঠার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে এ রুটে উভয় পাশে ৫টি করে ১০টি ট্রেন আটকা পড়েছে। বামনডাঙ্গা-গাইবান্ধার মধ্যে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া কমিউটারসহ ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।

এদিকে উদ্ধার কাজে জড়িত কর্মীরা জানান, সব বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুই দিন সময় লাগতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো: শিপন আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের রিলিফ ট্রেন এসেছে। দ্রুত সময়ে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা রাখি।