September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:49 pm

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুলকে (৪৭) গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড়ে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

গ্রেপ্তারকৃত রেজাউল কবির টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ফাত্তাহ’র ছেলে। তিনি মেট্রোপলিটন তাজহাট থানার মামলা নং- ১৪,  তারিখ  ১৯ জুলাই ২০২৫, ধারা-দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ এজাহারভুক্ত আসামি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও মিঠাপুকুর-৫ সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন রেজাউল কবির টুটুল। উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান রেজাউল কবির টুটুল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মূখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা। পরে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।