ঢাকাই সিনেমার নব্বই দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। আজ (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন বনশ্রী।
এক সময়ের হিট নায়িকা হয়েও বনশ্রীর ঠাঁই হয়েছিল বস্তিতে। করুণ একটা জীবনযাপন করেছেন তিনি। অবশেষে সাঙ্গ হলো তার সেই জীবনের ঘানি টানা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
সনি বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’
তিনি জানান, আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম তার। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।
১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসাসফল হয়। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও প্রায় ১০টি সিনেমায় অভিনয় করেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫
অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন
ঢাকা কলেজ ছাত্র সংসদের তালা ৩২ বছর পর খুললো, দ্রুত নির্বাচন দাবি