September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 12:24 am

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, একদিনে নিহত ৯০

ছবি: আল-জাজিরা

 

ফিলিস্তিনের গাজা সিটিতে অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বোমা হামলায় এখন পর্যন্ত নগরীতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের বাসিন্দারা বলছেন- ইসরায়েলি সেনাবাহিনী তাদের স্থল আক্রমণ প্রসারিত করার খবরের মধ্যে অবিরাম বোমাবর্ষণের শিকার হচ্ছেন।

স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।

এদিকে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের ধ্বংসের চেষ্টা চালাচ্ছে, যা গণহত্যার শামিল।

কমিশনের ৭২ পাতার আইনি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ নেতৃত্ব এই অভিযানে সরাসরি উসকানি দিয়েছেন।

এদিকে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার লক্ষ্যে ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে জাতিসংঘের তদন্তকারীরা। জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান নাভি পিল্লাই বলেন, ‘গাজায় গণহত্যা চলছে এবং তা অব্যাহত আছে। এর দায়ভার ইসরায়েল রাষ্ট্রের ওপরই বর্তায়।’

এনএনবাংলা/