September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 12:45 pm

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দিতে যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। একইসঙ্গে আশা প্রকাশ করেন, নির্বাচনের পরও যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় এবং বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারেও প্রতিফলিত হয়।

এদিকে একই মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা অনুষ্ঠিত হবে।

 

এনএনবাংলা/